“মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন” এর রজতজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত
২৪ শে আগস্ট ২০১৮ সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন “মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এর ২৫ বছর ফূর্তি (রজতজয়ন্তী) ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অত্র সংগঠনের নতুন পুরাতন সদস্যসহ চেয়ারম্যান পাড়ার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব বজলুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং মাদার্শা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আ.ন.ম সেলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের ০৫, ০৬ ও ০৭ নং ওয়ার্ডের মেম্বারগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ।
অনুষ্ঠানের ১ম অধিবেশনে আহ্বায়ক কমিটির প্রধান মেহেদী হাসানের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আল রিয়াজ উদ্দীন। পরবর্তীতে সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বক্তারা মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের অবদান তুলে ধরেন। এছাড়া বক্তারা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন।
পরবর্তীতে অনুষ্ঠানের ২য় অধিবেশনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল আবছার এর উপস্থাপনায় সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ মুবিনুর রহমানসহ অন্যান্য সদস্যরা বক্তব্য পেশ করেন। এছাড়া মাদার্শা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আ ন ম সেলিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দেশ ও এলাকার উন্নয়নে সংগঠনের সকল সদস্যদের এগিয়ে আসার আহ্বান করেন।
সবশেষে, সভাপতির অনুষ্ঠান সমাপ্তির ঘোষণার মধ্য দিয়ে “মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের” ২৫ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।
[আর্কাইভ থেকে পোস্ট]