মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের ১৫তম কার্যকরী পরিষদ ঘোষণা
আলহামদুলিল্লাহ, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন শিক্ষা, সমাজসেবা, ক্রীড়া ও ধর্মীয় উন্নয়নমূলক কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধারাবাহিকতার অংশ হিসেবে সংগঠনের ১৫তম কার্যকরী পরিষদ (২০২৫–২০২৭) ঘোষণা করা হলো।
বিগত ৯ জুন ২০২৫ এ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সবার সম্মতিক্রমে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হন যথাক্রমে মেহেদী হাছান ও আল রিয়াজ উদ্দীন রিপন। পরবর্তীতে পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য ১৫ আগস্ট ২০২৫ এ সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন সদস্যদের উপস্থিতিতে খসড়া প্রাথমিক কমিটি গঠন করা হয়। সবশেষে, ২৯ আগস্ট ২০২৫ এ ১৫তম তম কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আমরা বিশ্বাস করি নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
১। সভাপতি - মেহেদী হাছান
২। সহ-সভাপতি - জয়নাল আবেদীন
৩। সহ-সভাপতি - মো. মাঈনুদ্দীন
৪। সাধারণ সম্পাদক - আল রিয়াজ উদ্দীন রিপন
৫। যুগ্ম সাধারণ সম্পাদক - এহেছানুর রহমান
৬। সাংগঠনিক সম্পাদক - ইসফাদুর রহমান রোকন
৭। সহ-সাংগঠনিক সম্পাদক - এমদাদ হোসেন ছোটন
৮। অর্থ সম্পাদক (নারায়ণগঞ্জ) - আসিফুর রহমান
৯। অর্থ সম্পাদক (চট্টগ্রাম) - মোহাম্মদ রহিম উদ্দীন
১০। প্রচার ও প্রকাশনা সম্পাদক - মোহাম্মদ আকিব
১১। উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক - সাজ্জাদ হোসেন সাকিব
১২। ক্রীড়া সম্পাদক - মোহাম্মদ মহি উদ্দীন
১৩। সিনিয়র সহ-ক্রীড়া সম্পাদক - নাজমুল হাশেম ইমন
১৪। সহ-ক্রীড়া সম্পাদক - ফরহাদুর রহমান জাবির
১৫। দপ্তর সম্পাদক - আরফাতুর রহমান
১৬। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক - ইয়াছিনুর রহমান রাকিব
১৭। সমাজকল্যাণ সম্পাদক - হাফেজ মো. ফয়সাল
১৮। উপ-সমাজকল্যাণ সম্পাদক - জিয়াবুর রহমান সজীব
১৯। ধর্মীয় ও পাঠাগার বিষয়ক সম্পাদক - হাফেজ নাঈমুর রহমান
২০। নির্বাহী সদস্য - মতিউর রহমান ইশমাম
২১। নির্বাহী সদস্য - জয়নুল আবেদীন (২)
২২। নির্বাহী সদস্য - মোহাম্মদ আলমগীর
২৩। নির্বাহী সদস্য - শহীদুল ইসলাম সিরোম
২৪। নির্বাহী সদস্য - জাবির মো. ইয়াছিন
২৫। নির্বাহী সদস্য - হাছান মো. জিসান
২৬। প্রবাসী কল্যাণ সম্পাদক - মোহাম্মদ মাঈনুদ্দীন
২৭। সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক - বোরহান উদ্দীন
২৮। অর্থ সম্পাদক (সৌদি আরব) - সাজ্জাদ হোসেন খোকন
২৯। প্রবাসী সদস্য - জাহেদ ইকবাল সাকিব
৩০। প্রবাসী সদস্য - মিনহাজ উদ্দীন রিফাত
৩১। প্রবাসী সদস্য - আবু বক্কর ছিদ্দিক ইমন
৩২। প্রবাসী সদস্য - মোহাম্মদ রাকিব
৩৩। প্রবাসী সদস্য - ফরহাদ হোসেন
৩৪। প্রবাসী সদস্য - ইমতিয়াজ আহমেদ রিয়াদ
৩৫। প্রবাসী সদস্য - শাহাদাত হোসেন
৩৬। সদস্য - শাহরিয়ার ফাহিম
৩৭। সদস্য - আব্দুল আলম
৩৮। সদস্য - মিশকাতুর রহমান
৩৯। সদস্য - মোহাম্মদ জাহেদ
৪০। সদস্য - তৌফিক হেদায়ত সিহাম
৪১। সদস্য - মোহাম্মদ আহনাফ তাহমিদ
৪২। সদস্য - আয়মান আওসাফ আতিফ
৪৩। সদস্য - ইমরুল হাছান মারুফ
৪৪। সদস্য - মোহাম্মদ তাকিব
৪৫। সদস্য - রবিউল হোসেন রোকন
৪৬। সদস্য - ইমতিয়াজুর রহমান ইসফাক
২৯ আগস্ট ২০২৫ থেকে অত্র পরিষদের কার্যক্রম শুরু হয়।