মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) পরিচিতি

মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) হলো সাতকানিয়া উপজেলার অন্তর্গত মাদার্শা ইউনিয়নে অনুষ্ঠিত একটি ক্রীড়া টুর্নামেন্ট। এটি "মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন" কর্তৃক প্রতিবছর মহান বিজয়ের মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। চার দলের অংশগ্রহণে MPL এর আসর অনুষ্ঠিত হয়। MPL এর প্রথম আসর ২০১৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। মাদার্শা প্রিমিয়ার লিগ এর প্রথম (২০১৫) ও দ্বিতীয় (২০১৬) আসর অনুষ্ঠিত হয় ফুটবল ফরম্যাটে এবং পরবর্তীতে ২০১৭ সাল থেকে এটি ক্রিকেট ফরম্যাটে অনুষ্ঠিত হয়ে আসছে।
মাদার্শা প্রিমিয়ার লিগ হচ্ছে মাদার্শা ফুটন্ত ফুল আয়োজিত একটি ক্রীড়া টুর্নামেন্ট। এটি প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে।





এক নজরে মাদার্শা প্রিমিয়ার লিগ পরিসংখ্যান
আসর (সাল) চ্যাম্পিয়ন দল রানার্স-আপ দল অধিনায়ক (চ্যাম্পিয়ন) অধিনায়ক (রানার্স-আপ)
৭ম (২০২৩) চেয়ারম্যান পাড়া কিংসচেয়ারম্যান পাড়া সিক্সার্সদেলোয়ার হোসেনমুবিনুর রহমান
৬ষ্ঠ (২০২১)চেয়ারম্যান পাড়া রাইডার্সচেয়ারম্যান পাড়া সিক্সার্সআজিজুর রহমানমুবিনুর রহমান
৫ম (২০২০)চেয়ারম্যান পাড়া ওয়ারিয়র্সচেয়ারম্যান পাড়া রাইডার্সআজিজুর রহমান মুবিনুর রহমান
৪র্থ (২০১৮) D দলA দল আজিজুর রহমান সোহেল আলম
৩য় (২০১৭) D দলB দল আজিজুর রহমান সাইফুল আলম
২য় (২০১৬)সবুজ দলনীল দল আজিজুর রহমানআবদুর রশিদ
১ম (২০১৫)দল-২দল-১ মিজানুর রহমানআজিজুর রহমান
বি.দ্র. উপরের টেবিলের আসর (সাল) কলামে গোলাপী রঙের লেখা সালগুলোতে ক্লিক করলে সেই আসরের খেলোয়াড় তালিকা দেখতে পারবেন।
★ আরও পড়ুন:
১। MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২। সংগঠন পরিচিতি
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url