মাদার্শা প্রিমিয়ার লিগ ৫ম আসরের খেলোয়াড় তালিকা প্রকাশ
আগামী ২৬শে মার্চ ২০২০ইং তারিখে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) এর ৫ম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চেয়ারম্যান পাড়ার তিন শক্তিশালী দলের অংশগ্রহণে এবারের আসরটি অনুষ্ঠিত হবে। নিচে খেলোয়াড়দের নাম ও দলের নাম এবং টুর্নামেন্টের বিস্তারিত নিয়মাবলি দেওয়া হলো।
চেয়ারম্যান পাড়া ওয়ারিয়র্স (CPW)
- মুবিনুর রহমান
- মোহাম্মদ রিফাত ২
- মোহাম্মদ ফরহাদ
- মেহেদি হাছান
- মিনহাজ উদ্দীন রিফাত
- মোহাম্মদ পারভেজ
- আবু হালিম
- শহিদুল ইসলাম
- আরিফুল ইসলাম
- ফরহাদুর রহমান জাবির
- আজিজুর রহমান
- আব্দুর রশিদ
- সাজ্জাদ হোসেন খোকন
চেয়ারম্যান পাড়া টাইগার্স (CPT)
- মোহাম্মদ মহিউদ্দিন
- মোহাম্মদ জিসান
- নাজমুল হাশেম ইমন
- মোহাম্মদ দেলোয়ার
- মোহাম্মদ শাহাদাত
- আবু হানিফ
- মোহাম্মদ সাকিব ২
- আনিসুর রহমান
- মোহাম্মদ মাঈনুদ্দীন
- মোহাম্মদ ফাহিম
- মোহাম্মদ ফয়সাল
- আনোয়ার হোসেন ২
- ইসফাদুর রহমান রোকন
চেয়ারম্যান পাড়া চ্যালেঞ্জার্স (CPC)
- আবু তৈয়ব
- মোহাম্মদ তৌহিদ
- জয়নাল আবেদীন
- জাহেদ ইকবাল সাকিব
- মোহাম্মদ রাকিব ২
- আব্দুর রহিম
- আরফাতুর রহমান
- মোহাম্মদ মুবিন ২
- আরমানুল ইসলাম বাবু
- জিয়াবুল হোসেন ২
- সাইফুল ইসলাম
- মোহাম্মদ রাকিব
- মোহাম্মদ মিজান
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলি:
- গ্রুপ পর্বে প্রতি দল, অন্য ২ দলের সাথে খেলবে এবং গ্রুপ পর্বে ম্যাচ সংখ্যা হবে ৩টি (ফাইনালসহ ৪টি)
- গ্রুপ পর্বে যদি ৩টি দলই একটি করে ম্যাচ জেতে সেক্ষেত্রে দলসমূহের মোট রান ও ওভার ভিত্তিতে নীট রান রেট (NRR) হিসেব করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি ফাইনাল ম্যাচের জন্য সর্বোচ্চ NRR প্রাপ্ত দুই দলকে নির্বাচিত করবেন এবং বাকি দলটি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে।
- NRR প্রক্রিয়াটি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মানুযায়ী হিসেব করা হবে এবং এটির ফলাফল সকলেই মানতে বাধ্য থাকিবে।
- টুর্নামেন্টের অন্যান্য নিয়মাবলি ক্রিকেটের নিয়মানুসারে হবে।
বিশেষ পুরস্কারসমূহ
- প্রতি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ প্রদান
- প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট প্রদান
- চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদান
- প্রতি খেলোয়াড়দেরও আকর্ষণীয় পুরস্কার প্রদান ইত্যাদি