মাদার্শা ফুটন্ত ফুলের ১৩তম কমিটির ২ বছর পূর্ণ ও এক নজরে কার্যক্রমসমূহ
বিসমিল্লাহির রহমানির রহিম
সম্প্রতি মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের ১৩তম কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্ণ হয়েছে। সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম হয়েছি। এর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একনজরে বিগত ২ বছরের কার্যক্রমসমূহ
- ২৩তম ওয়াজ মাহফিলের আয়োজন, যেটি বিগত ৪ বছর পর অত্র কমিটি কর্তৃক পুনরায় আয়োজন করা হয়েছে।
- করোনায় এলাকার গরীব ও মধ্যবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
- করোনা সচেতনতা কার্যক্রম ও লিপলেট বিতরণ।
- করোনাকালে সকলের সুস্থতায় মসজিদে তাওবাহর আয়োজন।
- চেয়ারম্যান পাড়া জামে মসজিদের নিয়মিত চাঁদা উত্তোলন।
- সংগঠনের নিয়মিত চাঁদা উত্তোলন।
- সংগঠনের ২টি সাইনবোর্ড তৈরি।
- সংগঠন ও চেয়ারম্যান পাড়া জামে মসজিদের রশিদ বই তৈরি।
- আজীবন সদস্যদের তালিকাকরণ।
- পূর্বের সকল কমিটির সদস্যদের তালিকাকরণ।
- সংগঠনের পরিচিতি ও ইতিহাস লিপিবদ্ধকরণ।
- সংগঠনের বিভিন্ন কার্যক্রম সচল রাখতে নিয়মিত আলোচনা সভা বা মিটিংয়ের আয়োজন।
- মাদার্শা ফুটন্ত ফুল পাঠাগার স্থাপন।
- সাবেক ও বর্তমান সদস্যদের তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফরম চালু।
- মসজিদে ডিজিটাল ঘড়ি প্রদান।
- MPL'র ৫ম আসরের আয়োজন।
- মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুচ্ছফা স্যারের বিদায় সংবর্ধনায় ক্রেস্ট ও ইজিচেয়ার প্রদান।
- MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৪র্থ আসর ফেব্রুয়ারি ২০২১ইং।
- মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান।
- ইফতার মাহফিল ২০২১ইং।
- অন্যান্য।
ধন্যবাদান্তে,
মেহেদী হাছান (সভাপতি)
আল রিয়াজ উদ্দীন রিপন (সাধারণ সম্পাদক)
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন
মেহেদী হাছান (সভাপতি)
আল রিয়াজ উদ্দীন রিপন (সাধারণ সম্পাদক)
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন