মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৭ম আসর সম্পন্ন

মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৭ম আসর ২০২৩ - সম্পূর্ণ রিপোর্ট

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৭ম আসরের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ইং বিগত ৬ জানুয়ারি শুক্রবার থেকে ৭ জানুয়ারি শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। চার দলের অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে বিভক্ত করে ম্যাচ পরিচালিত হয়, যেখানে গ্রুপ পর্বে প্রতি দল প্রতিপক্ষ গ্রুপের উভয় দলের সাথে খেলার সুযোগ পায় এবং ফাইনালসহ মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

৬ জানুয়ারি সকাল ১০.৩০ টায় উদ্বোধনী ম্যাচে চেয়ারম্যান পাড়া রাইডার্স বনাম চেয়ারম্যান পাড়া কিংস প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান পাড়া কিংস জয়লাভ করে। একই দিন বিকালে গ্রুপ পর্বের বাকি ম্যাচ অনুষ্ঠিত হয়।

পরদিন ৭ জানুয়ারি সকাল ১১.০০ ঘটিকায় চেয়ারম্যান পাড়া কিংস বনাম চেয়ারম্যান পাড়া সিক্সার্সের ম্যাচ এর মধ্য দিয়ে গ্রুপ পর্বের ম্যাচ সম্পন্ন হয়। উক্ত ম্যাচে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় চেয়ারম্যান পাড়া সিক্সার্স।

একইদিন বিকাল ৩ ঘটিকায় গ্রুপ পর্বের শীর্ষ দুই দল চেয়ারম্যান পাড়া কিংস বনাম চেয়ারম্যান পাড়া সিক্সার্স ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে এবং চেয়ারম্যান পাড়া কিংস ৩৪ রানে জয়লাভ করে ৭ম আসরের চ্যাম্পিয়ন হয়।

একনজরে ৭ম আসরের সেরা খেলোয়াড়বৃন্দ:

  • ১। প্রথম ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ - শাহাদাত হোসেন
  • ২। দ্বিতীয় ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ - নাজমুল হাশেম ইমন
  • ৩। তৃতীয় ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ - মো. মহিউদ্দিন
  • ৪। চতুর্থ ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ - ফরহাদ জুনিয়র
  • ৫। ফাইনাল ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ - ফরহাদ জুনিয়র (৬৯* রান ও ২ উইকেট)
  • ৬। বেস্ট বোলার - হাছান মো জিসান (৭ উইকেট)
  • ৭। বেস্ট ব্যাটসম্যান - ফরহাদ জুনিয়র (১২৭ রান)
  • ৮। বেস্ট উইকেট কিপার - সাইফুল আলম (২ ক্যাচ, ১ স্টাম্পিং, ১ রান আউট)
  • ৯। বেস্ট ফিল্ডার - মো. তাকিব (ব্রিলিয়ান্ট ক্যাচ ২)
  • ১০। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট - ফরহাদ জুনিয়র (১২৭ রান, ৫ উইকেট, ৬ ক্যাচ)

পরিসংখ্যান:

  • মোট ম্যাচ: ৫টি
  • মোট দলীয় রান: ৭৮৫ রান
  • মোট উইকেট: ৬৫
  • মোট ছয়: ৫১
  • মোট চার: ৩৪
  • হাফ সেঞ্চুরি: ১ (ফরহাদ জুনিয়র)
  • ৫০+ পার্টনারশিপ: ১
  • মোট ক্যাচ: ২০

টুর্নামেন্টের বিস্তারিত পরিসংখ্যান পেতে ক্লিক করুন MPL season seven 2023

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url