মাদার্শা প্রিমিয়ার লিগ ৮ম আসরের স্পন্সর পরিচিতি
মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ২০২৫ এর ৮ম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩-৪ এপ্রিল থেকে! এটি একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট যা মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের ব্যানারে আয়োজিত হয়।
এবারের আসর অনুষ্ঠিত হবে রাত্রিকালীন শর্টপিচ ফরম্যাটে। MPL 2025 টুর্নামেন্টে অংশ নিচ্ছে জনপ্রিয় স্থানীয় দলসমূহ। আমাদের এই আয়োজনকে সফল করতে পাশে আছেন কিছু গর্বিত স্পন্সর।
টাইটেল স্পন্সর:
শাহাদাত এন্টারপ্রাইজ - গার্মেন্টস মেশিন, সুঁচ ও যন্ত্রাংশের খুচরা ও পাইকারি বিক্রেতা।
ঠিকানা: ১১৬/১-৪, আবদুল খালেক ম্যানশন, ঘোষাল কোয়ার্টার, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম।
জার্সি স্পন্সরসমূহ:
মেসার্স এম আলম ট্রেডার্স - টুথব্রাশ ও কসমেটিকস পণ্যের কমিশন এজেন্ট ও পাইকারী বিক্রেতা।
ঠিকানা: ৩৪/৩৫, গাজী টাওয়ার (২য় তলা), জুবলী রোড, চট্টগ্রাম।

নিউ ডলফিন হোসিয়ারী - উন্নতমানের গার্মেন্টস সামগ্রী উৎপাদক ও বিক্রেতা।
ঠিকানা: থানা পুকুর মসজিদ মার্কেট, নারায়ণগঞ্জ।
ফুড মিউজিয়াম - রেস্টুরেন্ট ও কনভেনশন হল।
ঠিকানা: দীঘিরপাড়, দেওদীঘি, সাতকানিয়া, চট্টগ্রাম।
এস এস মার্কেটিং - টুথ ব্রাশ, কটন বাড, বলপেন, বেলুনসহ নানা আইটেমের পাইকারী বিক্রেতা।
ঠিকানা: জলসা মার্কেট (আন্ডারগ্রাউন্ড), রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম।