মাদার্শা প্রিমিয়ার লিগের ৮ম আসর— মাদার্শা রাইডার্সের প্রথম শিরোপা জয়

গত ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন–এর আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৮ম আসর’ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।



শাহাদাত এন্টারপ্রাইজ প্রেজেন্টস MPL ২০২৫ এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মুরশেদুল আলম।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল মাদার্শা কিংস ও মাদার্শা রাইডার্স। রোমাঞ্চকর লড়াই শেষে রাইডার্স দল জয়লাভ করে টুর্নামেন্টের শুভ সূচনা করে।


৩-৪ এপ্রিল গ্রুপ পর্বের ম্যাচ শেষে ফাইনালে পৌঁছে মাদার্শা রাইডার্স ও মাদার্শা রয়্যালস।



ফাইনাল ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান এর সভাপতিত্বে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর, আবুল হাশেম, মো. শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চূড়ান্ত লড়াইয়ে মুবিনুর রহমানের নেতৃত্বে মাদার্শা রাইডার্স প্রথমবারের মতো MPL–এর শিরোপা অর্জন করে।


পুরো টুর্নামেন্ট জুড়ে টাইটেল স্পন্সর হিসেবে ছিল শাহাদাত এন্টারপ্রাইজ এবং জার্সি স্পন্সর হিসেবে পাশে ছিল এম আলম ট্রেডার্স, ডলফিন হোসিয়ারী, এস এস মার্কেটিং ও ফুড মিউজিয়াম।


এই আয়োজনকে ঘিরে আমন্ত্রিত অতিথি ও স্পন্সররা ভবিষ্যতেও মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন–এর উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।


সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য, স্থানীয় বাসিন্দা এবং ক্রিকেটপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। ঈদের আনন্দে যোগ হয় বাড়তি রঙ ও উদ্দীপনা।

পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url