মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এর ২৩তম ওয়াজ মাহফিল আগামী ২৭ ডিসেম্বর ২০১৯
সম্মানিত সুধী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এর উদ্যোগে আয়োজিত ২৩তম ওয়াজ মাহফিল ও ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর ২০১৯ইং তারিখে বাদ আছর হইতে ফুটন্ত ফুল চত্ত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে আপনার/আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি।
প্রধান অতিথি: জনাব আ ন ম সেলিম চৌধুরী
চেয়ারম্যান, ৭ নং মাদার্শা ইউনিয়ন পরিষদ।
প্রধান বক্তা: হযরত মাওলানা মোঃ আবু বকর
প্রতিষ্ঠাতা ও পরিচালক, মনকিরচর মাদ্রাসা, বাঁশখালী।
সভাপতিত্ব করবেন:
* আলহাজ্ব মোঃ বজলুর রহমান
সাবেক চেয়ারম্যান, ৭ নং মাদার্শা ইউনিয়ন পরিষদ।
প্রধান উপদেষ্টা, মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন ও চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি।
* আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সিনিয়র উপদেষ্টা - মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন।
সভাপতি - চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি।
* হাফেজ মাওলানা আব্দুল্লাহ্ আল মারুফ
খতিব, জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ, মাদার্শা।
শিক্ষক ও পরিচালক, দারুল উলুম মুহিউচ্ছুন্নাহ্ মাদ্রাসা, মির্জাখীল।
* হাফেজ মাওলানা রিফাত উদ্দীন থানভী
খতিব, চেয়ারম্যান পাড়া জামে মসজিদ
* হাফেজ মাওলানা মোঃ খালেদ হোসাইন
পেশ ইমাম, চেয়ারম্যান পাড়া জামে মসজিদ
** এতে আপনার/আপনাদের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।