মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের ২৩তম মাহফিল সম্পন্ন
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত ২৩তম ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিগত ২৭ ডিসেম্বর ২০১৯ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০ ঘটিকা থেকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক প্রতিযোগিতা। সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে জুমার নামাজের পর বেলা ২.৩০টা থেকে শুরু হয় মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের সদস্যদের নিয়ে পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বক্তব্য প্রদান অনুষ্ঠান। এ সময় সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ সংগঠন ও মাহফিল নিয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। উক্ত পর্ব শেষেই শুরু হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও ফোরকানিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ১ম অধিবেশনের সভাপতি জনাব মুজিবুর রহমান সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।
বিঃদ্রঃ মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত ২৪তম ওয়াজ মাহফিল ২০২০ইং এর সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর ২০২০ইং জুমাবার।