মাদার্শা প্রিমিয়ার লিগ ৫ম আসরের খেলোয়াড় তালিকা ও বিস্তারিত নিয়মাবলি প্রকাশ

আগামী ১৬ডিসেম্বর ২০২০ইংরেজি থেকে মহান বিজয় উদযাপন উপলক্ষে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) এর ৫ম আসর। নিচে ৫ম আসরের খেলোয়াড়দের নাম, দলের তালিকা ও টুর্নামেন্টের বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করা হলো।

মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৫ম আসর
মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৫ম আসর ২০২০-এর দল ও খেলোয়াড়দের তালিকা
চেয়ারম্যান পাড়া রাইডার্স চেয়ারম্যান পাড়া ওয়ারিয়র্স চেয়ারম্যান পাড়া টাইগার্স
জয়নালহাছানদেলোয়ার
মুবিনআজিজজিয়া
মহিউদ্দিনজিয়াবুলশাহাদত
রশিদহানিফইমন
রিফাতপারভেজজিয়াবুল ২
তৌহিদসাইফুলওমর
আরফাতফরহাদ ২ইমন ২
সাকিব ২সাকিবমাঈনুদ্দীন
রাশেদআরিফফয়সাল
মাঈনুখোকনরহিম
রোকনজাবিরমিজান
হালিমজুবায়েরআনোয়ার
শহিদরাকিবআরমান
ফাহিমসজীবআনিছ
ছোটনআকিবফরহাদ

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলি:

  1. গ্রুপ পর্বে প্রতি দল, অন্য দুই দলের সাথে দুইটি করে ম্যাচ খেলবে এবং গ্রুপ পর্বে ম্যাচ সংখ্যা হবে ছয়টি
  2. গ্রুপ পর্বে যে দুইটি দল বেশি পয়েন্ট ও NRR পয়েন্ট পাবে সে দল দুুটি ফাইনাল খেলবে।
  3. NRR প্রক্রিয়াটি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মানুযায়ী হিসেব করা হবে এবং এটির ফলাফল সকলেই মানতে বাধ্য থাকবে।
  4. টুর্নামেন্টের অন্যান্য নিয়মাবলি ক্রিকেটের নিয়মানুসারে হবে।

বিশেষ পুরস্কারসমূহ

  1. প্রতি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ প্রদান
  2. প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট প্রদান
  3. সেরা ব্যাটসম্যান পুরস্কার
  4. সেরা বোলার পুরস্কার
  5. সেরা কিপার
  6. সেরা ফিল্ডার
  7. চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদান
  8. প্রতি খেলোয়াড়দেরও আকর্ষণীয় পুরস্কার প্রদান ইত্যাদি
  9. ম্যাচ অফিসিয়ালবৃন্দ - আম্পায়ার, স্কোরার, ধারাভাষ্যকারদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট।

বিশেষ আকর্ষণ:

MPL ৫ম আসরের প্রতিটি ম্যাচের স্কোর সরাসরি দেখতে চোখ রাখুন https://bit.ly/MPL-S5-live লিংকে।

উল্লেখ্য, মাদার্শা প্রিমিয়ার লিগের ৫ম আসর বিগত ২৬শে মার্চ ২০২০ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থগিত ঘোষণা করা হয়।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
2 Comments
  • নামহীন
    নামহীন ৪ ডিসেম্বর, ২০২০ এ ১২:১৭ AM

    শুভ কামনা রইলো।

  • নামহীন
    নামহীন ৪ ডিসেম্বর, ২০২০ এ ১:২৬ AM

    Wow

মন্তব্য করুন
comment url