MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৪র্থ আসরের চ্যাম্পিয়ন রিপন ও জয়নাল

মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৪র্থ ব্যাডমিন্টন টুর্নামেন্ট: রিপন ও জয়নাল চ্যাম্পিয়ন

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ৪র্থ আসরের চ্যাম্পিয়ন হয় আল রিয়াজ উদ্দীন রিপন ও জয়নাল আবেদীন এবং রানার্স আপ হয় মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ছোটন

ফাইনাল ম্যাচটি ২২ ফেব্রুয়ারি ২০২১ইং সোমবার রাত ১০টায় অনুষ্ঠিত হয়। যেখানে, ২১-১৪ পয়েন্ট ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আল রিয়াজ উদ্দীন রিপন ও মোঃ জয়নাল আবেদীন। 

টুর্নামেন্টের ফলাফল এক নজরে:

  • টুর্নামেন্টের নাম: মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৪র্থ আসর
  • ফাইনালের তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২১ইং, সোমবার
  • চ্যাম্পিয়ন জুটি: আল রিয়াজ উদ্দীন রিপন ও জয়নাল আবেদীন
  • রানার্স আপ জুটি: মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ছোটন
  • ফাইনাল স্কোর: ২১-১৪ (চ্যাম্পিয়নদের পক্ষে)
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url