MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৪র্থ আসরের খেলোয়াড় তালিকা প্রকাশ

মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৪র্থ আসর

আগামী ১৯শে ফেব্রুয়ারি ২০২১ইং থেকে শুরু হতে যাচ্ছে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ৪র্থ আসর ২০২১ইং। মোট ৮ দলের অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে প্রত্যেক দল অন্য দলগুলোর সাথে একবার করে মোকাবেলা করে সেরা ৪ দল সেমিফাইনালের জন্য নির্বাচিত হবে এবং সেমিফাইনালের বিজয়ী ২ দল ফাইনালে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্ট ১৯-২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে এবং ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং সোমবার রাত ১০টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে দ্বৈত আকারে খেলোয়াড়বৃন্দের নাম দেওয়া হলো:

  1. মেহেদী হাছান ও রাশেদুল ইসলাম
  2. আল রিয়াজ উদ্দীন রিপন ও জয়নাল আবেদীন
  3. নাজমুল হাশেম ইমন ও মোঃ মাঈনুদ্দীন
  4. মোঃ ফয়সাল ও মোঃ ছোটন
  5. মোঃ ফরহাদ ও মোঃ রিয়াদ
  6. মোঃ ইফতি ও মোঃ ইমরান
  7. জিয়াবুল হোসেন ও জাহেদ ইকবাল সাকিব
  8. জোবায়ের হোসেন ও মোঃ রহিম
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url