মাদার্শা প্রিমিয়ার লিগ ৬ষ্ঠ আসর ২০২১ইং সম্পন্ন


মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ৬ষ্ঠ আসরের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ইং বিগত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১৮ ডিসেম্বর শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। চার দলের অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হয়। রাউন্ড রবিন প্রক্রিয়ায় প্রতি দল একে-অপরের সাথে একবার করে মুখোমুখি হয় এবং ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়৷ ১৬ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত উক্ত আসরের উদ্বোধনী ম্যাচে মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রেমলিন ডেভেলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকারিয়া। একইদিন সকাল ১১টায় ২য় ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার জনাব হারুনর রশীদ, মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুল আবছার। চেয়ারম্যান পাড়া রাইডার্স ও চেয়ারম্যান পাড়া সিক্সার্স দলের প্রতিদ্বন্দ্বিতায় ১৮ ডিসেম্বর সকাল ৯টায় ফাইনালের ১ম ইনিংস ও বিকাল ২.৩০টায় ২য় ইনিংস অনুষ্ঠিত হয় এবং চেয়ারম্যান পাড়া রাইডার্স দল জয়লাভ করে। এসময় চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আ ন ম সেলিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনর রশীদ, আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুল আবছার।

এসময় মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের বর্তমান সভাপতি মেহেদী হাছান ও সাধারণ সম্পাদক আল রিয়াজ উদ্দীন রিপনসহ সংগঠনের বর্তমান ও সাবেক বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্যসহ অসংখ্য ক্রীড়াপ্রেমি উপস্থিত ছিলেন।

একনজরে ৬ষ্ঠ আসরের পরিসংখ্যান:
;প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন যারা
* ১ম ম্যাচ শাহাদাত হোসেন
* ২য় ম্যাচ আজিজুর রহমান
* ৩য় ম্যাচ মোহাম্মদ তৌহিদ
* ৪র্থ ম্যাচ ফরহাদ জুনিয়র
* ৫ম ম্যাচ মো: মহিউদ্দিন
* ৬ষ্ঠ ম্যাচ জিয়াবুল হোসেন
* প্লেয়ার অব দ্য ফাইনাল জাহেদ ইকবাল সাকিব
; বিশেষ পুরস্কার পেলেন যারা
* প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আজিজুর রহমান
* সেরা ব্যাটসম্যান তৌহিদ (১৩০ রান)
* সেরা বোলার ফরহাদ জুনিয়র (৮ উইকেট)
* সেরা ফিল্ডার মো: রাকিব
* সেরা কিপার জয়নাল আবেদীন
;একনজরে টুর্নামেন্ট পরিসংখ্যান
* মোট ম্যাচ ৭টি
* মোট দলীয় রান ১৩৮৬
* মোট উইকেট ৮৬
* মোট ছয় ১০৯
* মোট চার ৩৫
* হাফ সেঞ্চুরি ২টি
* ৫০+ পার্টনারশিপ ৭টি
* মোট ক্যাচ ৩৭
টুর্নামেন্টের প্রতি ম্যাচের বিস্তারিত ফলাফল ও পরিসংখ্যান পাওয়া যাবে নিচের লিংকে
https://cricheroes.in/tournament/322519/Madarsha-Premier-League-(MPL)-season-Six---2021

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url