মাদার্শা প্রিমিয়ার লিগ ৬ষ্ঠ আসরের খেলোয়াড় তালিকা প্রকাশিত

আগামী ১৬ডিসেম্বর ২০২১ইংরেজি থেকে মহান বিজয় উদযাপন উপলক্ষে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) এর ৬ষ্ঠ আসর। 
মাদার্শা প্রিমিয়ার লিগ ৬ষ্ঠ আসর ২০২১ এর খেলোয়াড় তালিকা

নিচে ৬ষ্ঠ আসরের খেলোয়াড়দের নাম, দলের তালিকা ও গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়মাবলি প্রকাশ করা হলো:
চেয়ারম্যান পাড়া টাইগার্স চেয়ারম্যান পাড়া কিংস
মুবিনুর রহমান হাছান ইমাম
জয়নাল আবেদীন সাইফুল আলম
মিনহাজ উদ্দীন রিফাত দেলোয়ার হোসেন
জিয়াবুল হোসেন মোহাম্মদ জিয়া
রাশেদুল ইসলাম মোহাম্মদ মহিউদ্দিন
মো: মাঈনুদ্দীন জুনিয়র ওমর ফারুক অভি
মো: ফয়সাল নাজমুল হাশেম ইমন
মো: রাকিব (ডান-হাতি) জয়নাল জুনিয়র
মো: হালিম মো: জাবির
ফরহাদ জুনিয়র মো: ফাহিম
সাজ্জাদ হোসেন সাকিব মো: কুতুব
ফরহাদ জুনিয়র মো: সোহান

চেয়ারম্যান পাড়া রয়্যালস চেয়ারম্যান পাড়া রাইডার্স
শাহাদাত হোসেন আজিজুর রহমান
আব্দুর রশিদ জাহেদ ইকবাল সাকিব
মেহেদী হাছান তৌহিদুল ইসলাম
মোহাম্মদ মাঈনুদ্দীন আনোয়ার হোসেন
মোহাম্মদ হানিফ আব্দুর রহিম
মোহাম্মদ পারভেজ মো: ইমন (২)
শহীদুল ইসলাম ইমতিয়াজ আহমেদ রিয়াদ
মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ রাকিব (বা-হাতি)
হাসান মো: জিসান মোহাম্মদ আলী
মো: আরমান মো: আকিব
মো: জুবায়ের মোহাম্মদ ছোটন
আব্দুল আলম মোহাম্মদ সজীব

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলি:
১। গ্রুপ পর্বে প্রতি দল, অন্য তিন দলের সাথে রাউন্ড রবিন প্রক্রিয়ায় একটি করে মোট ৩টি ম্যাচ খেলবে এবং গ্রুপ পর্বে মোট ম্যাচ সংখ্যা হবে ছয়টি।
২। গ্রুপ পর্বে যে দুইটি দল বেশি পয়েন্ট ও NRR পয়েন্ট পাবে সে দল দুুটি ফাইনাল খেলবে। যদি ৪ দলের মধ্যে ৩দল ২টি করে ম্যাচ জিতে এবং অন্য দল ৩টি ম্যাচই হেরে যায় তখনই মূলত NRR পয়েন্ট হিসাব করে ফাইনালের দুই প্রতিযোগী নির্ধারণ করা হবে। 
৩। টুর্নামেন্টের অন্যান্য নিয়মাবলি ক্রিকেটের নিয়মানুসারে হবে।
সম্ভাব্য সময়সূচি 
উদ্বোধনী ম্যাচ: ১৬ ডিসেম্বর সকাল ৯টা
২য় ম্যাচ: ১৬ ডিসেম্বর সকাল ১১টা
৩য় ম্যাচ: ১৬ ডিসেম্বর বিকাল ২.৩০টা
৪র্থ ম্যাচ: ১৭ ডিসেম্বর সকাল ৯টা
৫ম ম্যাচ: ১৭ ডিসেম্বর সকাল ১১টা
৬ষ্ঠ ম্যাচ: ১৭ ডিসেম্বর বিকাল ২.৩০ টা
ফাইনাল ম্যাচ
১ম ইনিংস - ১৮ ডিসেম্বর সকাল ৯টা
২য় ইনিংস - ১৮ ডিসেম্বর বিকাল ২.৩০টা
পুরস্কার বিতরণী অনুষ্ঠান - ১৮ ডিসেম্বর বিকাল ৩.৪৫ টা

নির্ধারিত সময়ের পূর্বেই প্রত্যেক খেলোয়াড়দের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

বিশেষ পুরস্কারসমূহ
১। প্রতি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ প্রদান
২। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট প্রদান
৩। সেরা ব্যাটসম্যান পুরস্কার
৪। সেরা বোলার পুরস্কার
৫। সেরা কিপার
৬। সেরা ফিল্ডার
৭। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদান
৮। প্রতি খেলোয়াড়দেরও আকর্ষণীয় পুরস্কার প্রদান ইত্যাদি
৯। ম্যাচ অফিসিয়ালবৃন্দ - আম্পায়ার, স্কোরার, ধারাভাষ্যকারদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট।
** প্রয়োজন অনুসারে সংগঠন কর্তৃপক্ষ টুর্নামেন্টের নিয়মাবলি, পুরস্কার ও অন্যান্য বিষয়ে সংশোধন ও পরিমার্জন করতে পারবে।
* প্রতিটি ম্যাচের স্কোর লাইভ দেখতে ভিজিট করুন https://tinyurl.com/MPL-S6-2021 লিংক ও আমাদের ফেসবুক পেইজে।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url