মাদার্শা প্রিমিয়ার লিগ দ্বিতীয় আসরের খেলোয়াড় তালিকা
মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) দ্বিতীয় আসর ২০১৬ খেলোয়াড় তালিকা
মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) দ্বিতীয় আসর ২০১৬ সালের ২৩-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তথ্য সংরক্ষণের স্বার্থে খেলোয়াড় তালিকা সংগ্রহ করে পোস্ট করা হলো। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় আসর ফুটবল ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল।
সবুজ দল:
- আজিজুর রহমান
- আবু তৈয়ব
- মো. নুরুন্নবী
- জুয়েল আলম
- মো. মহিউদ্দিন
- মো. পারভেজ
- আবু হানিফ
- হেলাল উদ্দিন
- মো. রাকিব
- মো. শওকত
- মো. সাজ্জাদ
- মো. কাশেম
- মো. ফারুখ (২) [মির্জাবর পাড়া]
নীল দল:
- আব্দুর রশীদ
- হাফিজুর রহমান আজাদ
- জয়নাল আবেদীন
- মো. ইব্রাহিম
- নাজমুল হাশেম ইমন
- জিয়াউর রহমান
- মো. নাছির
- মো. ইমরান
- ইমতিয়াজ হোসেন সাকিব
- আরিফুল ইসলাম
- আনোয়ার হোসেন
- মোহাম্মদ হোসেন
- শহীদুল ইসলাম
লাল দল:
- সাইফুল আলম
- মেহেদী হাছান
- জিয়াবুল হোসেন
- আবছার (২)
- বোরহান উদ্দীন
- মিনহাজ উদ্দীন রিফাত
- আবছার (১)
- আল রিয়াজ উদ্দীন রিপন
- মো. মঈন
- মো. ফারুখ (১)
- রাশেদুল ইসলাম
- জিয়াবুল (২)
- আরফাত হোসেন
সাদা দল:
- মিজানুর রহমান
- আনিস উদ্দীন
- মুবিনুর রহমান (২)
- জাহেদ ইকবাল সাকিব
- মো. মানিক
- ফারহান তানভীর হিরু
- আব্দুল আলম
- মো. শফি
- জিয়া হোসেন
- সাইদুর রহমান রাসেল
- আনোয়ার হোসেন (২)
- মাহফুজুর রহমান
- দেলোয়ার হোসেন
ফলাফল:
এ আসরে ২-০ গোলে আব্দুর রশীদের নীল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ দল। সবুজ দলের অধিনায়ক আজিজুর রহমান ব্যক্তিগত কারণে উক্ত ম্যাচে অনুপস্থিত ছিলেন এবং ফাইনাল ম্যাচে অধিনায়কত্ব করেন মো. আবু তৈয়ব।