মাদার্শা ফুটন্ত ফুল এর উপদেষ্টা পরিষদ ২০২৫-২০২৭ ঘোষণা


মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন সংগঠনের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু পরিচালনা এবং কার্যক্রমে মূল্যবান দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হলো।

আসুন পরিচিত হই এই গুণীজনদের সাথে, যারা তাদের মূল্যবান পরামর্শ দিয়ে সংগঠনকে সমৃদ্ধ করবেন:

* ​জনাব নুরুল আবছার, প্রতিষ্ঠাতা সভাপতি

* ​জনাব জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও সাবেক সভাপতি

* ​জনাব মোরশেদুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক

* ​জনাব আব্দুর রশিদ, সাবেক সভাপতি

* ​জনাব সাইফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক

* ​জনাব সাইদুর রহমান রাসেল, সাবেক সাধারণ সম্পাদক

* ​জনাব মুবিনুর রহমান, সাবেক সভাপতি

* ​জনাব মাহফুজুর রহমান, সাবেক সহ-সভাপতি

* ​জনাব শাহাদাত হোসেন, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক


আমরা আশা করি, নতুন উপদেষ্টা পরিষদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে বর্তমান কার্যকরী পরিষদ সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করবে। তাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় সামাজিক উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংগঠনটি বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।

​নবগঠিত উপদেষ্টা পরিষদের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের হাত ধরেই "মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন" তার সাফল্যের ধারা অব্যাহত রাখুক, এই আমাদের প্রত্যাশা।

পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url