মাদার্শা ফুটন্ত ফুলের সভা অনুষ্ঠিত
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন - জরুরি সভার কার্যবিবরণী
- সভার ধরন:
- জরুরি সভা
- সভার তারিখ:
- ৩১/১০/২০২৫, শুক্রবার
- স্থান:
- গুগল মিট [অনলাইন সভা]
- সময়:
- রাত ৯.৪৫টা
- সঞ্চালনায় ছিলেন:
- আল রিয়াজ উদ্দীন রিপন, সাধারণ সম্পাদক
- সভাপতিত্ব করেন:
- মেহেদী হাছান, সভাপতি
- কোরআন তেলাওয়াত:
- হাফেজ নাঈমুর রহমান, ধর্মীয় ও পাঠাগারবিষয়ক সম্পাদক
আলোচ্য বিষয়:
- ২৬তম ওয়াজ মাহফিল
কার্যবিবরণী সংক্ষেপ:
৩১ অক্টোবর ২০২৫ রাত ৯.৪৫ এ মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের ১৫তম কমিটির ১ম মিটিং অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক আল রিয়াজ উদ্দীন রিপনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মীয় ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাফেজ নাঈমুর রহমান। ২৬তম ওয়াজ মাহফিল আয়োজনের নিমিত্তে জরুরি ভিত্তিতে সভার আয়োজন করা হয়।
সভায় বিগত মাহফিলের ব্যয় ও ২৬তম মাহফিলের জন্য চেকলিস্ট তুলে ধরা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ঈদুল ফিতরের পর ২৪ অথবা ২৫ মার্চ ২০২৬ এ ২৬তম ওয়াজ মাহফিলের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। বক্তা কনফার্ম হওয়া সাপেক্ষে মূল তারিখ নির্ধারণ করা হবে। মিটিংয়ে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্যবৃন্দ:
- মেহেদী হাছান
- জয়নাল আবেদীন
- আল রিয়াজ উদ্দীন রিপন
- ইসফাদুর রহমান রোকন
- আসিফুর রহমান
- রহিম উদ্দীন
- সাজ্জাদ হোসেন খোকন
- এহেছানুর রহমান
- মোহাম্মদ মহিউদ্দিন
- মোহাম্মদ আকিব
- মোহাম্মদ ফয়সাল
- নাঈমুর রহমান
- ফরহাদুর রহমান জাবির
- মিশকাতুর রহমান
- তৌফিক হেদায়ত সিহাম